• ফুটবল অ্যাকাডেমি চালু পুরসভার
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: দাবার পর এবার ফুটবল অ্যাকাডেমি চালু করল শিলিগুড়ি পুরসভা। বৃহস্পতিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ি থেকে জাতীয় পর্যায়ে ভালো ফুটবলার উপহার দেওয়ার লক্ষ্যে এই অ্যাকাডেমি গড়া হয়েছে। এখানকার প্রতিভাবান ফুটবলাররা যাতে জাতীয় পর্যায়ে মূলস্রোতে নিজেদের জায়গা করে নিতে পারে সেই লক্ষ্যে এই আকাডেমি কাজ করবে বলে জানান মেয়র গৌতম দেব। এদিন ৫৬ জন ফুটবলারকে নিয়ে অ্যাকাডেমি শুরু হল। দু’টি গ্রুপে প্রশিক্ষণ দেওয়া হবে। ফুটবল অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কোচ এডুকেটর জয়ব্রত ঘোষ বলেন,  দু’বছরের লক্ষ্যসীমাকে রেখেই এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে।  দু’বছর পর অনূর্ধ্ব ১৩ এবং ১৫-র আইলিগে যাতে এখানকার ফুটবলাররা খেলতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই ১০-১১ এবং ১২-১৩ বছরের ২৫ জন করে ফুটবলারদের  নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)