• রানিচেরায় বাইক দুর্ঘটনায় মৃত্যু
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার বিকেলে মালব্লকের রানিচেরা গেটের কাছে ১৭ নং জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জখম এক। পুলিস জানিয়েছে, মৃতের নাম চিরঞ্জিত ওরাওঁ (২৬)। বাড়ি গজলডোবার বাবুজোতে। জখম যুবতীর নাম অনুপমা ওরাওঁ। এদিন চিরঞ্জিত বাইকে ওই যুবতীকে বসিয়ে গজলডোবা থেকে মালবাজারে আসছিলেন। রানিচেরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে মাল থানায় খবর দেন। পরে পুলিস এসে তাঁদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক চিরঞ্জিতকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অনুপমাকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)