নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা। জলপাইগুড়ি অসম মোড়ে বৃহস্পতিবার ওই বিক্ষোভে শামিল হন করলাভ্যালি চা বাগানের শ্রমিকরা। ১১ নভেম্বর করলাভ্যালি চা বাগানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রমিকদের অভিযোগ, অনুষ্ঠানের রাতে বাগানে জুয়া ও মদের আসর বসে, এমনটা দাবি করে এক তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় বাগানের শ্রমিকদের ‘অপমান’ করেছেন। এরই প্রতিবাদে এদিন জাতীয় সড়ক অবরোধ করে ওই নেতার কুশপুতুল দাহ করেন শ্রমিকরা। এদিকে, দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দাঁড়িয়ে পড়ে প্রচুর যানবাহন। অভিযুক্ত তৃণমূল নেতা অবশ্য এদিনের অবরোধ নিয়ে দলেরই আরএক নেতার দিকে চা শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন। অভিযুক্ত নেতাদের বক্তব্য, আদিবাসীদের আমি কোনওভাবেই অপমান করিনি। চা শ্রমিকদের পকেট খালি করার জন্য বাগানে কয়েকজন জুয়ার আসর বসান। এর বিরুদ্ধেই প্রশাসনকে জানিয়েছি।