নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের অগ্নিকাণ্ড শিলিগুড়িতে। ২৪ ঘণ্টার মধ্যে শহরের দু’টি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে তিনটি দোকান ও একটি গোডাউন পুড়ে ছাই হয়েছে। একটি জায়গায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। দু’টি জায়গাতেই একাধিক ইঞ্জিন নামিয়ে অগ্নিকাণ্ডের মোকাবিলা করে দমকল বাহিনী। হতাহতের খবর না মিললেও ঘটনাগুলি ঘিরে শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। ঘটনাগুলি নিয়ে তদন্ত করছে পুলিস ও দমকল বাহিনী।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে এসএফ রোডের একটি বিরিয়ানির দোকানে আগুন লাগে। সেটি টিম ও কাঠ দিয়ে বানানো ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রান্নার তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিস ও দমকল বাহিনী পৌঁছয়। দীর্ঘক্ষণ ধরে দমকলের দু’টি ইঞ্জিন চেষ্টা চালিয়ে আগুন নেভায়। সম্ভবত শট সার্কিট থেকে বিরিয়ানির দোকানে আগুন লাগে বলে স্থানীয়দের অনুমান। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়। দমকল বাহিনী জানায় আগুন লাগার কারণ বোঝা যাচ্ছে না। পুলিস জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হবে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় চম্পাসারিতে আরএকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকনিকাটায় একটি গোডাউনে আগুন লাগে। স্থানীয় সূত্রের খবর, ওই গোডাউনটি একটি ডেকরেটার সংস্থার। প্যান্ডেল তৈরির কাপড় সহ দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন অল্প সময়ের মধ্যেই ভয়াবহরূপ নেয়। শিলিগুড়ি ও মাটিগাড়া থেকে দমকল বাহিনীর দু’টি ইঞ্জিন পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, শট সার্কিট থেকে ঘটনা ঘটতে পারে। দমকল ও পুলিস জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।