• নাবালিকা ধর্ষণে গ্রেপ্তার অভিযুক্ত
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এনিয়ে ঘোকসাডাঙা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ওই নাবালিকার পরিবার। অভিযোগ পাওয়ার পরই পুলিস তাকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, নির্যাতিতা নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঘোকসাডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। ধৃত নাবালিকার সম্পর্কে দাদা হয়। আত্মীয়তার সূত্রেই বুধবার নাবালিকাকে বাড়ি থেকে ঘুরতে নিয়ে গিয়েছিল অভিযুক্ত। বাড়িতে পৌছে দেওয়ার আগে একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। রাতেই নাবালিকা বাড়িতে তার বাবা মাকে ঘটনাটি জানায়। বৃহস্পতিবার ঘোকসাডাঙা থানায় এনিয়ে লিখিত অভিযোগ জানায় পরিবার। তদন্তে নেমে এদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। মাথাভাঙা মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, ঘোকসাডাঙায় একটি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সম্পর্কে ওই নাবালিকার আত্মীয় হয় অভিযুক্ত। ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)