নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ির জাল নোট পাচারের মামলা নিয়ে সাক্ষ্য গ্রহণ হল এনআইএ কোর্টে। বৃহস্পতিবার ওই মামলায় দু’জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এনআইএ সূত্রের খবর, ২০২০ সালের ৮ জানুয়ারি শিলিগুড়ির বিহার মোড় থেকে ৪ লক্ষ ১০০ টাকার জাল নোট সহ বিহারের এক পাচারকারীকে পাকড়াও করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে এনআইএ। তারা এই মামলায় বিহারের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এদিন এই মামলায় এনআইএ’র কোর্টে দু’জনের সাক্ষী গ্রহণ হয়েছে। এনআইএ’র সরকার পক্ষের আইনজীবী বিনোদ আগরওয়াল বলেন, এনিয়ে সংশ্লিষ্ট মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে ৩০ জনের। মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬০ জন। দ্রুত মামলাটি নিষ্পত্তির চেষ্টা চলছে।