• হাতিরপাল হিলা চা বাগানে, খেরকাটায় হানা চিতাবাঘের, আতঙ্কে এলাকাবাসী
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানে একপাল হাতি ঢুকে পড়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে শ্রমিকরা বাগানের কাজ বন্ধ করে রাখেন। অন্যদিকে, নাগরাকাটা ব্লকেরই খেরকাটা বস্তিতে ফের একটি চিতাবাঘ ঢুকে পড়লে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ খেরকাটা জঙ্গল থেকে একটি চিতাবাঘ গ্রামের মধ্যে চলে আসে। গ্রামে সেটি ঘোরাঘুরি করতে থাকে। গ্রামবাসীরা শিশুদের নিয়ে ঘরবন্দি হন। পরে খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা চলে আসেন। পটকা ফাটান তাঁরা। চিতাবাঘটি সেই সময় একটি সুপারি বাগানে লুকিয়ে যায়। ফের যাতে চিতাবাঘটি গ্রামে না চলে আসে তারজন্য বনকর্মীদের সঙ্গে গ্রামবাসীরাও রাতভর লাঠিসোঁটা নিয়ে পাহারা দেন। বৃহস্পতিবার সকালে অবশ্য বাঘটিকে আর এলাকায় দেখা যায়নি। উল্লেখ্য, দুর্গাপুজোর আগে খেরকাটা বস্তিতের একটি বাড়ির উঠোন থেকে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল চিতাবাঘ। সেই থেকে চিতাবাঘের আতঙ্ক শুরু হয়েছে গ্রামে। 


    অন্যদিকে, এদিন সকালে হিলা চা বাগানের ২৪ নম্বর সেকশনে আচমকাই ঢুকে পড়ে হাতির দল। সেই সময় বাগানে শ্রমিকরা চা-পাতা তুলছিলেন। হাতি দেখে সকলেই আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। পরে তাঁরা আর পাতা তুলতে বাগানে যাননি। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা চলে আসেন। তাঁরা প্রথমে হাতির দলটিকে পটকা ফাটিয়ে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু হাতির দলটি সেখান থেকে নড়েনি। দলটি পার্শ্ববর্তী সিপচু জঙ্গল থেকে এসেছে বলে জানান বনকর্মীরা। সন্ধ্যায় সেটিকে জঙ্গলে ফেরানো হয়। 


    খুনিয়ার রেঞ্জার সজলকুমার দে বলেন, সন্ধ্যা ৭টা নাগাদ হাতির দলটিকে তাড়িয়ে সিপচু জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খেরকাটায় বনকর্মীরা টহল দিচ্ছেন।
  • Link to this news (বর্তমান)