ভোট শেষে নাতিকে সময় সঙ্গীতার, কর্মীদের খোঁজখবর নিচ্ছেন দীপক
বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, দিনহাটা: ১৩ নভেম্বর উপ নির্বাচন হয়েছে সিতাই বিধানসভা কেন্দ্রে। প্রার্থীদের ভাগ্য এখন ব্যালট বাক্সে বন্দি। প্রায় এক মাস টানা প্রচার, এরপর খানিকটা অবসরের পালা। ভোটগণনা হবে ২৩ নভেম্বর। মাঝের ফাঁকা সময় পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়। ভোটের পরের দিন থেকেই নাতিকে নিয়েই ব্যস্ত তিনি। পছন্দের মেনু রান্নাও করবেন। বিজেপি প্রার্থী দীপক কুমার রায় কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন। ভোটের আগের দিন থেকেই সন্ত্রস্ত কর্মীরা। তিনি তাঁদেরই মনোবল যোগাচ্ছেন। নির্বাচন শেষ, আবার সংগঠন গোছানোর শুরু। সেই পরিকল্পনা নিচ্ছেন কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ। পার্টি অফিসে গিয়ে সহকর্মীদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা নিচ্ছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা।
তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বলেন, নির্বাচনের প্রচারের কারণে একমাস নাতির সঙ্গে ঠিকভাবে সময় কাটাতে পারিনি। ভোট শেষ হয়েছে। গণনারও কিছুদিন বাকি। মাঝের সময়ে নাতির সঙ্গেই সময় কাটাব। এমনিতে রান্না করতে পছন্দ করি। এই ফাঁকা সময়ে নিজের কিছু পছন্দের পদ রান্না করব। বিজেপি প্রার্থী দীপক কুমার রায় বলেন, সন্ত্রাসে সন্ত্রস্ত দলের কর্মীরা। বুথের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। আক্রান্ত সেই সব কর্মীদের সঙ্গেই যোগাযোগ করছি। আর কিছু দলের মধ্যেই আবার বিধানসভা নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছি। কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ বলেন, ভোট প্রচারের জন্য ওকালতিতে সময় দিতে পারিনি। এবারে নিজের পেশায় ফিরে আসব। নির্বাচনের পরে সংগঠন মজবুত করার দিকেই লক্ষ্য দেব। ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা বলেন, এই ক’দিন পার্টি অফিসগুলিতে গিয়ে বসব। দলের সহকর্মীদের সঙ্গে ভোটের ফল নিয়ে পর্যালোচনা করব।