• উচ্চ প্রাথমিকের পোর্টাল বন্ধ থাকা শিক্ষক বদলিতে অন্তরায় নয়: কোর্ট
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিকের পর এবার উচ্চ প্রাথমিক স্তরে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকা শিক্ষক বদলির ক্ষেত্রে অন্তরায় নয় বলে জানিয়ে দিল হাইকোর্ট। বাঁকুড়ার ওন্দা থানার চাঁদিবালা জুনিয়র হাইস্কুলের শিক্ষিকা কেতকী সাধুর বদলির আবেদন নিষ্পত্তি করে এমনটাই জানিয়েছেন  বিচারপতি সৌগত ভট্টাচার্য। আট সপ্তাহের মধ্যে শিক্ষিকার বদলির বিষয়টি চূড়ান্ত করতে শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। চার বছরের শিশুর শারীরিক অসুস্থতার জন্যে বাড়ির কাছে কোনও স্কুলে বদলির আবেদন করেছিলেন। উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় দু’বছর ধরে সেই আবেদন ঝুলে রয়েছে। শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়, পোর্টাল বন্ধ থাকায় আবেদন গ্রহণ করা সম্ভব নয়। সেই মামলার নির্দেশেই বিচারপতি জানান, পোর্টাল বন্ধ কোনও কারণ নয়। শিক্ষিকার বদলির আবেদন বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে।
  • Link to this news (বর্তমান)