নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লটারি দুর্নীতি মামলায় কলকাতার লেক মার্কেট, দমদমের মাইকেলনগর সহ বিভিন্ন রাজ্যে অভিযান চালাল ইডি। এই লটারি কোম্পানির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ রয়েছে। সংস্থার বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ। তার ভিত্তিতেই এই তল্লাশি বলে জানা গিয়েছে। এর আগেও এই লটারি কোম্পানির অফিসে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এদিনের তল্লাশিতে লেনদেন সংক্রান্ত বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। অভিযোগ, এই লটারি কোম্পানি টিকিট বিক্রি করে সরকারকে যে পরিমাণ কর দেওয়ার কথা তা দেয়নি। খাতায়কলমে যে টিকিট বিক্রি বলে দেখানো হয়েছে তার চেয়ে অনেক বেশি টিকিট তারা বিক্রি করেছে বলে দাবি ইডির। এমনকী এই সংস্থা বহু প্রভাবশালীর কালো টাকা সাদা করতে সাহায্য করেছে বলে অভিযোগ। তার ভিত্তিতে এদিনের তল্লাশি বলে জানা গিয়েছে।