• কর্মবন্ধুদের ভাতা বেড়ে ৫ হাজার
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আংশিক সময়ের ‘কর্মবন্ধু’দের মাসিক ভাতা ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হল। বৃহস্পতিবার অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ভাতা বৃদ্ধি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সরকারি অফিসগুলিতে মূলত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করেন কর্মবন্ধুরা। স্থানীয় ভিত্তিতে অফিসগুলিতে এই নিয়োগ হয়ে থাকে। সরকারি সূত্রের খবর, সব মিলিয়ে এক লক্ষের মতো কর্মবন্ধু কাজ করেন বিভিন্ন অফিসে। সব থেকে বেশি কর্মবন্ধু যুক্ত আছেন ভূমি সংস্কার দপ্তরে। রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, দীর্ঘদিন এই কর্মীদের ভাতা বৃদ্ধির জন্য লড়াই চালিয়ে অবশেষে সাফল্য এল। তবে সরকারি দপ্তরে আরও কয়েকটি শ্রেণির আংশিক সময়ের কর্মী আছেন যাঁরা জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও খুব কম টাকা পারিশ্রমিক পান। প্রাণীসেবী, প্রাণীবন্ধু সহ আরও কয়েকটি শ্রেণির কর্মীদের ভাতাও এবার বৃদ্ধি পাবে বলে আশা করি।


    মাস খানেক আগে বাংলা সহায়তা কেন্দ্রে (বিএসকে) কর্মরত ডাটা এন্ট্রি অপারেটারদের মসিক ভাতা সাড়ে ১৪ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১৬ হাজার টাকা করেছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে বিএসকেগুলিতে প্রায় ৭ হাজার এই শ্রেণির কর্মী আছেন। বিএসকে থেকে সাধারণ মানুষ বিনা পয়সায় সরকারি বিভিন্ন পরিষেবা অনলাইনে পেয়ে থাকেন। এই গুরুত্বপূর্ণ পরিষেবা অপারেটাররা দেন। বিএসকের কর্মীরা সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটারদের মতো সুযোগ সুবিধা পান। বছরে ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হয় তাঁদের। 
  • Link to this news (বর্তমান)