নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রীদের জরুরি চিকিৎসা পরিষেবার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলল রেল। বৃহস্পতিবার হাওড়া স্টেশনের ১ নম্বর শেডে (গ্রাউন্ড ফ্লোর) চালু হল হেল্থ ইউনিট। এতদিন হাওড়া স্টেশনের হেল্থ ইউনিট ডিআরএম অফিস থেকে কাজ করত। যেখানে মূলত রেল কর্মীরাই চিকিৎসা পরিষেবা পেতেন। অবস্থানগতভাবে হাওড়া স্টেশনের কাছাকাছি উন্নত স্বাস্থ্যকেন্দ্র নেই। এদিন দেশের অন্যতম প্রাচীন এই রেল স্টেশনের হেলথ ইউনিট নতুন জায়গায় স্থানান্তরিত হওয়ায় যাত্রী সাধারণ উপকৃত হবে। কারণ, রেলের তরফে এদিন প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই হেলথ ইউনিটে রেল কর্মীদের পাশাপাশি বৈধ রেল যাত্রীরা চিকিৎসা পরিষেবা পাবেন। নয়া এই স্বাস্থ্যকেন্দ্রে থাকবে প্রয়োজনীয় ওষুধের ফার্মেসি। এছাড়া রক্তপাত বন্ধ করার উপযুক্ত ড্রেসিং রুম। আপৎকালীন পরিস্থিতিতে প্রাথমিক পরিষেবার জন্য থাকছে নেবুলাইজার-গ্লুকোমিটার। শ্বাসকষ্টজনিত সমস্যার ক্ষেত্রে রোগীকে স্বস্তিতে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুত থাকবে এই হেলথ ইউনিটে। হাওড়া স্টেশনে কোনও যাত্রী হৃদরোগ সমস্যা কিংবা বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত ইসিজি করতে পারবেন। হেলথ ইউনিটে সেই পরিষেবা থাকবে বলে রেলের তরফে জানান হয়েছে। এদিন হাওড়ার ডিআরএম