সংবাদদাতা, বারুইপুর: পিউস, দিয়া, ডলি, নয়না, অঙ্কুশ, রূপম, অংশু, অনিক, ঋতিকা, শুভম, ঋজু। এরা কেউ দ্বিতীয় শ্রেণিতে পড়ে, কেউ প্রথম বা তৃতীয় শ্রেণিতে। প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড। কোনওটায় লেখা ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’। কারও হাতে ঝুলছে ‘হেলমেট পরুন, প্রাণ বাঁচান’। কোথাও আবার লেখা ‘আমার মাটি আমার মা, তাতে ফেলব না আবর্জনা।’ কেউ লিখেছে ‘গাছে লাগান, সবুজ হোক এলাকা’। কেউ লিখেছে ‘মশার বংশবিস্তার রুখতে জল জমতে দেবেন না’। কোথাও লেখা ‘হাত ধোব যত্ন করে, জীবানু যাবে দূরে’। ‘আবর্জনা ও কুসংস্কার, দুটোই দূর করতে হবে’– কারও হাতে প্ল্যাকার্ডে এমন বার্তাও ছিল। এমন নানা সামাজিক সচেতনতার বার্তা দিয়ে বৃহস্পতিবার শিশু দিবসের দিন বারুইপুরের শিখরবালি ২ নম্বর পঞ্চায়েতের বাগদহ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা গ্রামে গ্রামে ঘুরল। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা অধিকারী বলেন, শিশু দিবসে এমন উদ্যোগ নিয়েছিলাম মানুষকে সামাজিক সচেতনতার বার্তা দিতে। পড়ুয়ারা র্যালি করে গ্রামের এক পাড়া থেকে আর এক পাড়া ঘুরেছে। এতে অভিভাবকরাও শামিল হয়েছিলেন। এদিন পড়ুয়ারা স্কুলের কাছে বৃক্ষরোপণও করে। তারপর র্যালি করে হাতে প্ল্যাকার্ড নিয়ে হালদারপাড়া, মণ্ডলপাড়া, নস্করপাড়ায় যায়। সঙ্গে ছিলেন শিক্ষিকারাও। স্কুলের উদ্যোগে খুশি অভিভাবকরা। শীলা সর্দার, মমতা নস্কর, ডলি নস্করদের মতো অভিভাবকরা বলেন, শিশুদের মাধ্যমে সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হল। প্রধান শিক্ষিকার এমন ভাবনার প্রশংসা করতেই হয়।