• ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড যেন মৃত্যুফাঁদ, ক্ষুব্ধ এলাকাবাসী
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ১৬ নম্বর জাতীয় সড়কের দু’ধারে সার্ভিস রোডের হাল বহুদিন ধরেই খারাপ। রাস্তার উপর অগুণতি ছোট-বড় গর্ত, কোথাও থই থই জল। বিভিন্ন জায়গায় আবার ডাঁই হয়ে পড়ে রয়েছে ইমারতি সামগ্রী। কথা নেই বার্তা নেই, কেউ কেউ আবার ওই রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা গাড়ি রেখে চলে যান অন্যত্র। বেআইনি পার্কিংয়ের রমরমা। ফলে এই জাতীয় সড়কের সার্ভিস রোড এখন নিত্যযাত্রীদের কাছে মরণফাঁদে পরিণত হয়েছে।


    হাওড়া শহরের পশ্চিমে গ্রামীণ এলাকার বুক চিরে উত্তর থেকে দক্ষিণে চলে গিয়েছে ১৬ নম্বর জাতীয় সড়ক। বিভিন্ন জায়গায় এই জাতীয় সড়কের পাশ দিয়ে গিয়েছে সার্ভিস রোড। এই সার্ভিস রোড অবিলম্বে মেরামত না করলে যে কোনওদিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের বক্তব্য, বিভিন্ন জায়গায় সার্ভিস রোড সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।


    রাজ্যের অন্যতম ব্যস্ত রাস্তা হল ১৬ নম্বর জাতীয় সড়ক। কয়েক বছর আগে এই জাতীয় সড়ককে চার লেন থেকে ছয় লেনে রূপান্তরিত করা হয়। তখনই তৈরি হয় সার্ভিস রোড। বর্তমানে নানা কারণে এই সার্ভিস রোড যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে বিপাকে পড়ছেন ছোট গাড়ির চালকরা। তাঁদের বক্তব্য, সার্ভিস রোডের যা হাল হয়েছে, তাতে যে কোনওদিন দুর্ঘটনার কবলে পড়তে হবে আমাদের। দিনে কোনওরকমে গাড়ি চালানো গেলেও রাতে পরিস্থিতি ঘোরালো হচ্ছে। অটো ও টোটো চালকদের বক্তব্য, আমাদের জাতীয় সড়কে উঠতে দেওয়া হয় না। সার্ভিস রোড দিয়েই যেতে হয়। কিন্তু সার্ভিস রোডের যা হাল, তাতে টোটো-অটো যে কোনও মুহূর্তে উল্টে যেতে পারে। তাই বাধ্য হয়েই আমাদের জাতীয় সড়কে উঠতে হচ্ছে।  জাতীয় সড়ক কর্তৃপক্ষের পদস্থ আধিকারিক অশোক পয়রা সার্ভিস রোডের বেহাল দশার কথা স্বীকার করে নিয়ে বলেন, সিংহভাগ জায়গায় নিকাশি নালাগুলি অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে। যে কারণে বৃষ্টির জমা জল বেরতে পারছে না। পাশাপাশি সার্ভিস রোডে বেআইনি পার্কিংয়ের জন্য ভারী গাড়িগুলিকে রাস্তার একপাশ দিয়ে যেতে হচ্ছে। যে কারণে রাস্তার ক্ষতি হচ্ছে। রাস্তা সংস্কারের যাবতীয় যন্ত্র ও সরঞ্জাম এসে গিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। তবে বেআইনি পার্কিং এবং রাস্তাজুড়ে ইমারতি সামগ্রী ডাঁই করে রাখার প্রবণতা প্রশাসন বন্ধ করতে না পারলে ফের রাস্তা খারাপ হবে। একারণে প্রশাসন সহ সবাইকেই এগিয়ে আসতে হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)