১০ কোটির প্রতারণা, বাগদায় এবার গ্রেপ্তার ব্যাঙ্ক ম্যানেজার
বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, বনগাঁ: সাইবার প্রতারণা চক্রের ৬ সদস্যকে ৮ নভেম্বর গ্রেপ্তার করেছিল বাগদা থানার পুলিস। ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনায় যুক্ত বেসরকারি ব্যাঙ্কের এক ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম অরিন্দম বিশ্বাস। পুলিস জানিয়েছে, ওই ম্যানেজার প্রতারণা চক্রকে বিভিন্ন সময় সাহায্য করেছে। বৃহস্পতিবার বনগাঁ আদালত ধৃতের পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ধৃতদের কাছ থেকে আগেই চারচাকা গাড়ি, তিনটি বাইক উদ্ধার করা হয়েছে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও পেয়েছিল পুলিস। উদ্ধার করা হয়েছিল ব্যাঙ্কের পাসবই, কিছু গয়না, এটিএম কার্ড।
বৃহস্পতিবার বনগাঁ পুলিস জেলার সুপার দীনেশ কুমার জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ কোটি প্রতারণার হদিশ মিলেছে। এই ঘটনায় অনেকেই জড়িত। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিস। এই চক্রে এখনও পর্যন্ত ২৩টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে। হদিশ মিলেছে ২৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের। পুলিসের দাবি, ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরাসরি ভুয়ো কোম্পানির সঙ্গে যুক্ত ছিল। এই অ্যাকাউন্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে প্রতারণা চালাত চক্রের সদস্যরা। পাশাপাশি মানুষকে বুঝিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিত তারা। এই অ্যাকাউন্টের মাধ্যমে আসা টাকা নিজের তুলে নিত। বিনিময়ে অ্যাকাউন্ট মালিককে কিছু টাকা দিত। এমনকী অ্যাকাউন্ট ভাড়া নিয়েও চক্র চালাত অভিযুক্তরা। বাগদার সিন্দ্রাণী থেকে ধৃতরা কমিশনে কাজ করত। পুলিস জানতে পেরেছে কমিশনে কাজ করে ধৃতরা অল্প দিনেই আর্থিকভাবে ফুলে ফেঁপে ওঠে। বনগাঁ পুলিস জেলার পুলিস সুপার দীনেশ কুমার বলেন, সারা দেশে এই চক্রের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২০৪টি অভিযোগ সামনে এসেছে। এরা মূলত ভুয়ো কোম্পানিতে টাকা বিনিয়োগ করে মোটা টাকা আয়ের প্রলোভন দিত। এমনকী গেমিং অ্যাপ ব্যবহার করেও কোটি কোটি টাকা প্রতারণা করত বলে জানা গিয়েছে। চক্রের সদস্যদের গ্রেপ্তার করায় বাগদা থানার পুলিস টিমকে পুরস্কৃত করেছে জেলা পুলিস।