নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) আর্থিক সহায়তায় এবং কলকাতা পুরসভার আওতায় কেইআইআইপি’র তৃতীয় পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় ২৩০০ কোটি টাকা। এই অর্থে শহরের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পুরসভার ‘সংযুক্ত এলাকা’ হিসেবে চিহ্নিত অঞ্চলে নিকাশি পরিকাঠামোর উন্নয়ন হবে। এখন টেন্ডার প্রক্রিয়া চলছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই কাজ শুরু করতে তৎপর কর্তৃপক্ষ।
এর আগে কেইআইআইপি প্রকল্পে বেহালা, ঠাকুরপুকুর, হরিদেবপুর, কুঁদঘাট, টালিগঞ্জ, গড়িয়া, যাদবপুর অঞ্চলে নিকাশি উন্নয়নের কাজ হয়েছে। এসব এলাকায় পাতা হয়েছে ভূগর্ভস্থ পাইপলাইন। কিছু কিছু জায়গায় সেই কাজ এখনও চলছে। তার মধ্যেই তৃতীয় পর্যায়ের কাজের জন্য অর্থ বরাদ্দ করেছে এডিবি। পুরসভা সূত্রে খবর, এই টাকায় মূলত ই এম বাইপাস সংলগ্ন পশ্চিম চৌবাগা, হোসেনপুর, মাদুরদহ, নয়াবাদ, মুকুন্দপুর, গার্ডেনরিচ, জোকা, সরশুনা এবং বেহালা অঞ্চলের বাকি ওয়ার্ডগুলিতে গুরুত্বপূর্ণ বা বড় রাস্তায় নীচে নিকাশি পাইপলাইন বসানোর কাজ হবে। মূলত চারটি বরোর (১২, ১৪, ১৫ ও ১৬) ন’টি ওয়ার্ডে এই কাজ হবে।
তবে কেইআইআইপি প্রকল্পের বিগত দিনের কাজকর্ম নিয়ে অসন্তুষ্ট মেয়র নিজেই। অনেক ক্ষেত্রে কাজগুলি সঠিকভাবে হয়নি বা অনেক জায়গায় অহেতুক বাড়তি খরচ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে তৃতীয় পর্যায়ের কাজের ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম তদারকির জন্য কমিটি গড়ে দিয়েছেন মেয়র। কোথায় কোন ধরনের পাইপ বসানো হচ্ছে, তার আয়তন কত, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কোন পাম্পিং স্টেশনের সঙ্গে যুক্ত হবে বা কোন খালে গিয়ে সেই পাইপের জল পড়বে—ইত্যাদি যাবতীয় পরিকল্পনা খতিয়ে দেখে অনুমোদন দিয়েছে মনিটরিং কমিটি। কাজ যখন শুরু হবে, তখনও নিয়মিত নজরদারি চালাবে তারা।