• ইন্দপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ইন্দপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম গৌতম দাস(৩৭)। বুধবার বাড়িতেই তাঁকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই গৌতমবাবুর মৃত্যু হয়। বৃহস্পতিবার মেডিক্যালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। অবসাদের জেরে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে পুলিস মনে করছে। এদিন মেডিক্যালের মর্গে ববিতা সূত্রধর(৩৭) নামে এক মহিলার দেহেরও ময়নাতদন্ত হয়। পুলিস জানিয়েছে, তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। কোনওভাবে অগ্নিদগ্ধ হওয়ায় ২ নভেম্বর তাঁকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করা হয়েছিল। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।
  • Link to this news (বর্তমান)