• জাদুকর ও পি শর্মার মিশন
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাদু ভারতের প্রাচীন শিল্প। অথচ জাদুর সাহায্যে ভয় দেখানোর ফাঁদ পেতেছে একদল প্রতারক। এদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে মিশন শুরু করেছেন জাদুকর ও পি শর্মা (জুনিয়র)। ভারতের জাদুকে বিশ্বের দরবারে ফের সম্মানের সঙ্গে তুলে ধরতে চাইছেন জাদুকর শর্মা। তাঁর মতে, জাদু শুধুই বিনোদন। প্রায় ১৫০ জনের টিম নিয়ে শো করছেন মহাজাতি সদনে। দিনে দু’টি শো, বিকেল ৪টে ও সন্ধ্যা ৭টায়। শনি ও রবিবার তিনটি শো।
  • Link to this news (বর্তমান)