• অশোকনগরে রেল অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা, ব্যাপক লাঠিচার্জ পুলিসের
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করার জেরে উত্তেজনা ছড়াল অশোকনগর স্টেশনে। ট্রেন অবরোধ করেন বেশ কয়েকজন নিত্যযাত্রী। যার ফলে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। আপ লাইনে একের পর এক লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। অশোকনগর ঢোকার আগে ট্রেন আটকে যাওয়ায় খোলা যায়নি রেলগেটও। যার ফলে যশোর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যার মুখে পড়েন নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, আজ, শুক্রবার সকাল আটটা নাগাদ অশোকনগর স্টেশনে আচমকাই ঘোষণা করা হয়, ডাউন মাঝেরহাট লোকালটি বারাসত স্টেশন পর্যন্ত যাবে। সেই ঘোষণা শুনেই ক্ষোভপ্রকাশ করেন নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ, প্রায়শই এই ঘটনা ঘটছে। বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। আজ, শুক্রবার সেই ঘোষণার পরই অশোকনগর স্টেশনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেল অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। যার ফলে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়েই অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় পুলিস। অভিযোগ, সেখানেই পুলিসের সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক লাঠিচার্জ করে পুলিস। প্রায় দু’ঘণ্টা বাদে অবরোধ ওঠে ও ট্রেনের চাকা গড়ায়।  
  • Link to this news (বর্তমান)