• উত্তুরে হাওয়ার দাপটে শহরে শীতের আমেজ, কমল তাপমাত্রা
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে উত্তুরে হাওয়ার দাপটে শহরে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, শুক্রবার চলতি বছরের নভেম্বর মাসের শীতলতম দিন। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী পাঁচদিন শহরের তাপমাত্রা আরও কমবে। যার ফলে শহরে শীতের আমেজ বজায় থাকবে। পূবালি বাতাসকে ঠেলেই শহর থেকে জেলায় ঢুকছে উত্তুরে বাতাস। আজ, শুক্রবার ভোরের দিকে বিভিন্ন জেলায় ব্যাপক কুয়াশাও দেখা গিয়েছিল। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সকালে সবচেয়ে কম তাপমাত্রা ছিল পুরুলিয়ায়। সেখানে এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। তারপরেই রয়েছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় এলাকা। আজ, শুক্রবার সকালে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
  • Link to this news (বর্তমান)