উল্লেখ্য, কলকাতাতেও ট্যাব জালিয়াতি! বিভিন্ন থানায় শতাধিক অভিযোগ দায়ের। তদন্তে এবার সিট গঠন করল কলকাতা পুলিস। জালিয়াতির শিকার ৩০০ জন পড়ুয়ার অ্যাকাউন্টে পৌঁছে গেল টাকাও। সূত্রের খবর তেমনই।রাজ্যে ফের চালু হয়ে গিয়েছে 'তরুণের স্বপ্ন'। স্রেফ দ্বাদশ শ্রেণি নয়, এই প্রকল্পে এবার একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের জন্য টাকা দিচ্ছে রাজ্য। কিন্তু জেলায় জেলায় সেই টাকা হ্যাকাররা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। পুলিস সূত্রে খবর, সব জেলা মিলিয়ে এখনও পর্যন্ত ৭৮১ পড়ুয়ার টাকা লোপাট হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ দায়ের করা হয়েছে ঝাড়গ্রামে। চলছে ধরপাকড়ও।
বাদ নেই কলকাতাও। ট্যাবের টাকা না পেয়ে শহরের ১০ থানায় অভিযোগ দায়ের করেছেন একশোরও বেশি পড়ুয়া। জালিয়াতির অভিযোগ ওঠেছে সরশুনা, যাদবপুর, ভবানীপুর, জোড়াবাগান, জোড়াসাঁকো, গল্ফগ্রিনের মতো এলাকায়। কীভাবে জালিয়াতি? যেভাবে একের এক অভিযোগ আসছে, তাতে সংগঠিত ভাবে অপরাধ চলছে বলে মনে করছেন লালবাজারের আধিকারিকরা।