দূষণ মোকাবিলায় আজ থেকে কড়াকড়ি করা হচ্ছে দিল্লিতে। রাজধানীতে সকাল ৮টা থেকেই কার্যকর হতে চলেছে তৃতীয় স্তরের সতর্কতা। প্রাথমিক স্কুলগুলি চলবে অনলাইনে। গাড়ি কমবে রাস্তায়, নিয়ন্ত্রণ করা হবে নির্মাণকাজ। এই খবরে আজ নজর থাকবে।
মণিপুরের জিরিবাম, পশ্চিম ইম্ফল, বিষ্ণুপুর-সহ একাধিক জেলায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল থেকে রাজ্য জুড়ে ছ’টি থানা এলাকায় নতুন করে চালু করা হয়েছে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা আফস্পা। এতে কি কমবে উত্তেজনা?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে। তবে পারদপতন হলেও শীতের আগমন নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদহে আগামী দু’দিন সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। কমতে পারে দৃশ্যমানতা।
আজ বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজারহাটের আদিবাসী ভবনে একটি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর গুরু নানকের জন্মদিন উপলক্ষে শিখ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে কলকাতার কোনও গুরুদ্বারে যেতে পারেন মমতা। নজর থাকবে এই সংক্রান্ত খবরে।