• ট্যাব-কাণ্ডের তদন্তে ধরা পড়বে কি মূলচক্রী। দূষণের কবলে দিল্লি। ফের অশান্ত মণিপুর। আর কী কী নজরে
    আনন্দবাজার | ১৫ নভেম্বর ২০২৪
  • সাম্প্রতিক কালে নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। ট্যাব-কাণ্ডে সেই রাজ্য সরকারই এ বার ‘দুর্নীতি’র শিকার! এখনও পর্যন্ত রাজ্যের অন্তত ১৫টি জেলায় ছড়িয়েছে ট্যাব কেলেঙ্কারি। পড়ুয়াদের জন্য রাজ্যের বরাদ্দ লক্ষ লক্ষ টাকা পৌঁছে গিয়েছে সাইবার অপরাধীদের হাতে। তা প্রকাশ্যে আসার পর কলকাতায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। তার তদন্তে নেমে কলকাতা পুলিশের দাবি, ট্যাব জালিয়াতি চক্রের আঁতুড়ঘর উত্তর দিনাজপুরের চোপড়া। সেখান থেকেই গোটাটা নিয়ন্ত্রিত হয়েছে। শুধু তা-ই নয়, গোটা চক্রের মাথা এক জন বলেই আপাতত মনে করছেন লালবাজারের তদন্তকারীরা। ট্যাব কেলেঙ্কারির প্রথম অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমানে। ধীরে ধীরে একই অভিযোগ উঠতে শুরু করে অন্যান্য জেলায়। বৃহস্পতিবার রাত পর্যন্ত দেখা গিয়েছে, ১৫টি জেলার মোট ১৯৪টি স্কুলের পড়ুয়ারা ট্যাব কেলেঙ্কারির শিকার। বাকি আট জেলা থেকে এখনও সেই রকম কোনও অভিযোগ প্রকাশ্যে আসেনি। তবে প্রশাসনিক আধিকারিকদের একাংশের মত, ট্যাব কেলেঙ্কারি যে ভাবে ছড়িয়েছে, তাতে ওই আট জেলাও তালিকায় যুক্ত হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। আজ নজরে থাকবে ট্যাব-কাণ্ডের তদন্ত কোন পথে সেই সংক্রান্ত খবর। জালে ধরা পড়বে কি মূলচক্রী?

    দূষণ মোকাবিলায় আজ থেকে কড়াকড়ি করা হচ্ছে দিল্লিতে। রাজধানীতে সকাল ৮টা থেকেই কার্যকর হতে চলেছে তৃতীয় স্তরের সতর্কতা। প্রাথমিক স্কুলগুলি চলবে অনলাইনে। গাড়ি কমবে রাস্তায়, নিয়ন্ত্রণ করা হবে নির্মাণকাজ। এই খবরে আজ নজর থাকবে।

    মণিপুরের জিরিবাম, পশ্চিম ইম্ফল, বিষ্ণুপুর-সহ একাধিক জেলায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল থেকে রাজ্য জুড়ে ছ’টি থানা এলাকায় নতুন করে চালু করা হয়েছে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা আফস্পা। এতে কি কমবে উত্তেজনা?

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে। তবে পারদপতন হলেও শীতের আগমন নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদহে আগামী দু’দিন সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। কমতে পারে দৃশ্যমানতা।

    আজ বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজারহাটের আদিবাসী ভবনে একটি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর গুরু নানকের জন্মদিন উপলক্ষে শিখ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে কলকাতার কোনও গুরুদ্বারে যেতে পারেন মমতা। নজর থাকবে এই সংক্রান্ত খবরে।

  • Link to this news (আনন্দবাজার)