অবরোধকারীদের বক্তব্য, বনগাঁ থেকে ছাড়া মাঝেরহাট লোকাল অধিকাংশ দিন মাঝেরহাট স্টেশন পর্যন্ত যায় না। কখনও বারাসত, কখনও কলকাতা স্টেশনে গিয়ে থেমে যায় ট্রেন। এ ভাবে মাঝেরহাট লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করার প্রতিবাদেই শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে অবরোধ শুরু করেন তাঁরা।
সকাল সাড়ে ৭টায় ডাউন মাঝেরহাট লোকাল অশোকনগর স্টেশনে ঢুকতেই ট্রেন অবরোধ শুরু হয়। নিত্যযাত্রীদের একাংশের সঙ্গে অবরোধকারীদের বচসা শুরু হয়ে যায়। নিত্যযাত্রীদের বক্তব্য, তাঁদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। অবরোধের জেরে বনগাঁ-শিয়ালদহ লাইনে ট্রেন পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়। কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে বিপাকে পড়েন বহু নিত্যযাত্রী।
অন্য দিকে, ট্রেন দাঁড়িয়ে পড়ায় অশোকনগর স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং দীর্ঘ ক্ষণ খোলা যায়নি। ফলে যশোর রোডেও যানজটের সৃষ্টি হয়। লম্বা সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি।