পর পর দু’দিন কলকাতা পুরসভার সদর দফতরে সাপ বেরোনোর খবরে বিস্ময় প্রকাশ করে ডেপুটি মেয়র অতীন বলেন, ‘‘বুধবার পুরভবনে আসতে পারিনি। অফিসের কর্মীরা ফোনে খবরটা জানিয়েছিলেন। ফের আজ সাপ বেরোল। পুরসভার মতো প্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন বহু মানুষের যাতায়াত, সেখানে এ ভাবে সাপ বেরোলে তা চিন্তার কারণ।’’ অতীন জানান, বুধবার তাঁর ঘর লাগোয়া কম্পিউটার রুমের দেওয়ালের ফুটো দিয়ে সাপটিকে চলে যেতে দেখা গিয়েছিল। ওই দিন যে সাপটি বেরিয়েছিল, সেটিই এ দিন বেরিয়েছে, না কি অন্য কোনও সাপ ছিল, সে সবজানতে ভাল করে তল্লাশির কথা বলেন তিনি।
পুরভবনে সাপ প্রসঙ্গে শহরে একটি অনুষ্ঠান শেষে মেয়র ফিরহাদ হাকিম প্রথমে বলেন, ‘‘ওটা সাপ ছিল না। দড়ি ছিল।’’ পরে তিনি জানান, পুরনো বিল্ডিংয়ে সাপ থাকতেই পারে। বন দফতরকে বলা হয়েছে। পর পর দু’দিন পুরভবনেযেখানে সাপ বেরিয়েছে, সেটি ভিআইপি জ়োন। পুরকর্মীরা আশঙ্কা করছেন, এত সুরক্ষা সত্ত্বেও এই চত্বরে সাপ থাকলে ভবনের অন্যএলাকা নিয়েও আতঙ্কের কারণ রয়েছে। সব মিলিয়ে কলকাতা পুরসভার সদর দফতরের বিশাল এলাকা জুড়ে এখন সাপের ভয়ে অতিষ্ঠ পুরকর্মীদের সংখ্যাগরিষ্ঠ অংশ। চলতি বছরের মার্চেই পুরভবনের নীচের তলায় ট্রেজ়ারি বিভাগে বিশাল এক দাঁড়াশ সাপের দেখা মিলেছিল।