• অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ডাফরিন রোড লাগোয়া নালা থেকে, কী ভাবে মৃত্যু? তদন্তে পুলিশ
    আনন্দবাজার | ১৫ নভেম্বর ২০২৪
  • ময়দান থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ডাফরিন রোড লাগোয়া একটি নালায় একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি এসএসকেএম হাসপাতালে পাঠায়। সেখানেই দেহটির ময়নাতদন্ত হবে। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

    শুক্রবার সকালে ময়দানে ক্রিকেট অনুশীলনের জন্য গিয়েছিলেন কয়েক জন কিশোর। তাদের নজরে আসে যে, একটি দেহ নালায় পড়ে রয়েছে। তার পর ঘটনাস্থলে আসেন স্থানীয়রা। দেহের অদূরে এক জোড়া জুতো পরে থাকতে দেখা যায়। স্থানীয়দের একাংশের বক্তব্য, ওই ব্যক্তি ফুটপাথবাসী। তবে মৃতের পরিচয় সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানায়নি পুলিশ।

    তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহের কোথাও রক্তের দাগ ছিল না। প্রাথমিক ভাবে কোথাও ক্ষতচিহ্নও মেলেনি। কী ভাবে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (আনন্দবাজার)