• বহরমপুরে গৃহবধূর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, গ্রেপ্তার বয়ফ্রেন্ড
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের বহরমপুরে এক গৃহবধূর পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে জোর চাঞ্চল্য। দু’দিন পর বন্ধ ঘর থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। মৃতের নাম, আফরিন তাবাসুম (২৪) তাঁর বাড়ি বেলডাঙার হাটপাড়া কলেজ রোড এলাকায়। খুনের ঘটনায় ওই মহিলার বয়ফ্রেন্ডকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিস।


    সূত্রের খবর, বছর দুয়েক আগে থেকে স্বামীর সঙ্গে গণ্ডগোল করে বহরমপুরে এসে বন্ধুর সঙ্গে থাকতে শুরু করেন ওই মহিলা। গত ছ’মাস ধরে বহরমপুরের ভাকুরি ঠাকুরপাড়া দক্ষিণ রেলগেটের কাছেই একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার সঙ্গে একাধিক ছেলের সম্পর্ক ছিল। এলাকার লোকজনদের দাবি, একাধিক ছেলের সঙ্গে মেলামেশা নিয়েই কয়েক মাস ধরে বয়ফ্রেন্ড আবুল কালাম আনসারির সঙ্গে মনোমালিন্য চলছিল ওই মহিলার।


    পুলিস সূত্রে জানানো হয়েছে, আবুলের বাড়ি লালগোলার দক্ষিণ সুদর্শনগঞ্জ বাড়ি এলাকায়। বহরমপুরে এসে ওই যুবতীর সঙ্গে থাকত সে। তাঁর সঙ্গে ওই যুবতীর সম্পর্কের অবনতির জেরেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিসের। আজ, শুক্রবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। এরপর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)