ডোমকলে পুলিসের হাতে গ্রেপ্তার ‘বিজপুর-হালিশহর গ্যাং’য়ের তিন দুষ্কৃতী! চাঞ্চল্য
বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ট্যাব জালিয়াতির তদন্ত করতে গিয়ে বড় সাফল্য পেল পুলিস। মুর্শিদাবাদের ডোমকলে ‘বিজপুর-হালিশহর গ্যাং’য়ের খোঁজ পায় পুলিস। তারপরেই ওই গ্যাংয়ের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ডোমকলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ট্যাব নিয়ে জালিয়াতির অভিযোগ জমা পড়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন থানাতে। তার ওপর ভিত্তি করেই বিভিন্ন ব্যাঙ্কে নজরদারি বাড়িয়েছিল মুর্শিদাবাদ জেলার পুলিস। সেই নজরদারি চলাকালীনই ডোমকলের একটি ব্যাঙ্কের সামনে ওই তিন দুষ্কৃতীকে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপরেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আটক করে পুলিস। জেরায় ‘বিজপুর-হালিশহর গ্যাং’য়ের কথা জানতে পারে পুলিস। সঙ্গে সঙ্গেই ওই তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতরা হল হালিশহরের বাসিন্দা সাহুল সিং ও মানিক সিং এবং বীজপুরের কবিরাজপাড়ার বাসিন্দা কামালউদ্দিন শেখ। ধৃতদের কাছে থেকে উদ্ধার হয়েছে, একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, এবং একটি মোটরসাইকেল। নানারকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই ‘বিজপুর-হালিশহর গ্যাং’। ঠিক কী উদ্দেশ্যে ডোমকলে ব্যাঙ্কের বাইরে ঘোরাফেরা করছিল ওই গ্যাংয়ের তিন সদস্য? সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস।