নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার বজবজে বিড়লাপুর গঙ্গার ঘাটে স্নান করতে নেমে ঘূর্ণিতে পড়ে তলিয়ে গেল চারজন। তাঁদের প্রত্যেকেরই বয়স ১৫ থেকে ১৮-র মধ্যে। জানা গিয়েছে, নিখোঁজ ৪ কিশোরের বাড়ি বিড়লাপুর কোম্পানির লাইনে। ইতিমধ্যেই তাদেরকে খোঁজে ডুবুরি নামানো হয়েছে।
ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে ডায়মন্ডহারবার, কলকাতা ও বারাকপুর থেকে আসা বিপর্যয় মোকাবিলা বাহিনী। এছাড়াও কলকাতা রিভার ট্রাফিকও ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ডায়মন্ডহারবার পুলিস সুপার-সহ সিনিয়র পুলিস ও প্রশাসনের কর্তারাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
পুলিস জানিয়েছে, পূর্ণিমা স্নান উপলক্ষ্যে আজ, শুক্রবার সকাল ৭টা নাগাদ স্নান করতে নেমেছিল দু’জন কিশোর। সেই সময় গঙ্গায় ভাটা চলছিল। কিন্তু আধঘন্টা পর আচমকাF একটি ঘূর্ণির ভিতর পড়ে যায় ওই দু’জন। তাদের ডুবে যেতে দেখে বাঁচানোর জন্য জলে ঝাঁপিয়ে পড়ে আরও ২ জন। কিন্তু তারাও ঘূর্ণির কবলে পড়ে। এর মধ্যেই নদীতে বান চলে আসে। তারপর থেকেই নিঁখোজ রয়েছে মোট ৪ জন। ঘটনার পর প্রায় ৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও ওই কিশোরদের খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠিত তাদের পরিবার।