• জন্মদাতা বাবা-মা পগারপার, পথে পড়ে পায়ে শিকলবন্দি শৈশব!
    ২৪ ঘন্টা | ১৫ নভেম্বর ২০২৪
  • প্রসেনজিত্‍ সরদার: গতকালই বিভিন্ন এলাকায় ঘটা করে পালন হয়েছে শিশু দিবস। আর সেই শিশু দিবসের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পথে পড়ে রয়েছে অসহায় শৈশব। এমন ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত হেড়োভাঙ্গা বাজার এলাকায়।

    স্থানীয়রা জানান, কুলতলি থানার গোদাবর পঞ্চায়েতের ঢালীর মোড় এলাকার বাসিন্দা মনিরুল লস্কর। তাঁর তিন ছেলে মেয়ে রয়েছে। বছর ১২-র  শিকলবন্দি শিশু তাঁরই ছেলে। শিকলবন্দি ওই শিশুর অভিযোগ, বাড়িতে দুষ্টুমি করার জন্য তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।  এরপর বাবা এক অন্য মহিলার সাথে পালিয়ে যায়।  মা ও পালিয়ে যায়। ছোট্ট ওই খুদে আরও জানিয়েছে, কুলতলি এলাকার পাঁচুয়াখালি হাইস্কুলের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো সে। বাবা-মা দুজনেই পরাগপার হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়ে ওই শিশু। পায়ে শিকল বাঁধা অবস্থায় এখানে ওখানে ঘুরতে থাকে।

    উল্লেখ্য এদিন হেড়োভাঙা বাজার সংলগ্ন এলাকায় ওই শিশুকে পায়ে শিকল বাঁধা অবস্থায় ঘুরতে দেখেন স্থানীয় লোকজন ও কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার গৌতম গায়েন, রফিকুল সেখ। সঙ্গে সঙ্গে পুলিস প্রশাসনকে খবর দেওয়া হয়। এই ঘটনা নজরে আসতেই ওই দুই সিভিক ভলেন্টিয়ার অতি তৎপরতার সঙ্গে শিকলে বাঁধা শিশুকে উদ্ধার করে। তার খাবারের ব্যবস্থা করে। পরে ক্যানিং থানার গোলাবাড়ি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় শিকল বাঁধা ওই শিশুকে। বর্তমানে ওই শিশু পুলিস প্রশাসনের অধীনে রয়েছে।

    শিশুর পরিবারের সম্পর্কে তথ্য পেতে খোঁজখবর শুরু করেছে পুলিস। অন্যদিকে স্থানীয় মানুষের অভিযোগ, বাবা-মা না থাকাতেই এহেন শিকলবন্দি দশা ওই শিশুর। আবার বেশ কিছু লোকের দাবি, শিশুটি মানসিক ভারসাম্যহীন। প্রশাসন অন্তত একটা হোমের ব্যবস্থা করুক। ওই শিশুর ঠাঁই কোথায় হয়, এখন সেটাই দেখার।

  • Link to this news (২৪ ঘন্টা)