অয়ন ঘোষাল: হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণে সোনা, রুপো, টাকা। জানা গিয়েছে, গোয়েন্দাদের সহায়তায় রেলওয়ে প্রোটেকশন ফোর্স অভিযান চালায়। ফলস্বরূপ সেই অভিযান সফলতা পায়। বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে, আরপিএফ ইন্সপেক্টর অনুপম কুমার এবং তাঁর দল ট্রেন নং-১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেসে তল্লাশি চালায়। সেখানে তল্লাশির চালানোর সময় ৪৬ বছরের হরিশ কুমার ভার্মা নামে এক ব্যক্তির উপর সন্দেহ জাগে। হরিশ বিহারের ভাগলপুরের বাসিন্দা। বার্থ নং-২৫, কোচ এ-১ হরিশ ভ্রমণ করছিলেন।
হরিশকে জিজ্ঞাসাবাদের পর তিনি তাঁর ব্যাগে প্রচুর পরিমাণে সোনার গয়না বহন করার কথা স্বীকার করেন। তাঁর ব্যাগ থেকে ৭৭০ গ্রাম সোনার গয়না- যার মধ্যে লকেট, রিং, চেইন, কানের দুল এবং চুড়ি ছিল। মোট ৩৮৫ গ্রাম ওজনের তিনটি রুপোর সিংহাসন। ৪০হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়। ইতোমধ্যেই অভিযুক্ত ব্যক্তি-সহ মূল্যবান জিনিসগুলি আরও তদন্তের জন্য আয়কর বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় হরিশ কেবল অনানুষ্ঠানিক বিলগুলি দেখিয়েছিলেন।
প্রসঙ্গত, অন্যদিকে লটারি সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত টাকার হদিশ পেল ইডি। দক্ষিণ কলকাতার লেক মলের কাছে ওই লটারি সংস্থার অফিসে টাকা গোনার যন্ত্র নিয়ে ঢুকেছন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, টাকা গোনার কাজ চলছে। টাকার পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। যদিও এ বিষয়ে সরকারিভাবে ইডির তরফ থেকে এখনই কিছু জানানো হয়নি।