একদিকে কলকাতা, আর অন্যদিকে হাওড়া। মাঝে বয়ে চলেছে গঙ্গা। দুই শহরের মধ্যে সংযোগ রক্ষা করছে একটি সেতু। পোশাকি নাম, রবীন্দ্র সেতু। তবে হাওড়া ব্রিজ নামেই চেনে সকলে। কলকাতা শহরের অন্যতম ল্যান্ডমার্ক এই হাওড়া ব্রিজ। কিন্তু দিনে দিন সেতুটি বয়স বেড়েছে অনেকটাই। ব্রিটিশ আমলে তৈরি সেই হাওড়া ব্রিজ রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্তৃপক্ষ। ফলে আগামিকাল শনিবার মধ্য়রাত থেকে রবিবার ভোর পর্যন্ত হাওড়া ব্রিজে পুরোপুরি বন্ধ থাকবে যান চলাচল।
কোন পথে যান চলাচল?
---
কলকাতার স্ট্যান্ড রোড দিয়ে আসা উত্তরমুখী গাড়িগুলিকে এমজি রোড ও স্ট্যান্ড ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরে দেওয়া হবে। সেক্ষেত্রে যেতে হবে নিবেদিতা সেতু দিয়ে।
সেন্ট্রাল অ্যাভিনিউ দিকে আসা দক্ষিণমুখী গাড়িগুলিকে এমজি রোড থেকে ঘুরে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিকে হাওড়ার দিকে যেতে পারবে।
ব্র্যাবোর্ন রোড যাতায়াতকারী গাড়িগুলি স্ট্যান্ড রোড হয়ে চলে যাবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজে।
দক্ষিণ এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা যানবাহনগুলোকে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
উত্তরে হাওড়ার দিক থেকে এইচআইটি সেতু যে গাড়িগুলি আসবে, সেই গাড়িগুলিতে ২৭এ পয়েন্ট থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়ি চলবে আরবি সেতু, ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড এবং কাজিপাড়া ক্রসিং দিয়ে।
পশ্চিম এবং দক্ষিণ হাওড়া থেকে আসা যানবাহনগুলো ২৭এ পয়েন্ট থেকে বালি ব্রিজের দিকে এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি পুলিশ স্টেশন ক্রসিং, পিলখানা এবং জিটি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
এর আগে, ২০২৩ সালে যখন রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্যপরীক্ষা হয়েছিল, তখন কিন্তু যান চলাচল বন্ধ থাকেনি হাওড়া ব্রিজে।