অরিজিৎ গুপ্ত, হাওড়া: পার্কিং ফি নিয়ে রক্তারক্তি কাণ্ড শালিমার স্টেশনে। বৃহস্পতিবার রাতে অনৈতিকভাবে টাকার দাবি করে এক ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। মারধর করা হয় তাঁর এক ছেলেকেও। ব্যবসায়ীর বড় ছেলের স্মার্টফোন ও টাকার ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। আক্রান্তকে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারটি। তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।
দিন কয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার নিজের গ্রামের বাড়িতে সপরিবারে আসেন মুম্বইয়ের ব্যবসায়ী বনি আমিন রাজ। বৃহস্পতিবার রাত আটটার জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে শালিমার স্টেশন থেকে মুম্বইয়ে ফেরার কথা ছিল তাঁদের। সেই মতো স্টেশনে এসে শালিমার স্টেশনের পার্কিং লটে জিনিসপত্র নামান তাঁরা। অভিযোগ, তখনই সশস্ত্র ১০ থেকে ১৫ জন দুষ্কৃতী টাকা দাবি করতে থাকে। তা নিয়ে ব্যবসায়ীর সঙ্গে বচসা বাধে। তা থেকে হাতাহাতি। লোহার রড দিয়ে ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে আমিনের মাথায় ছয়টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।
কয়েকদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল শালিমার স্টেশন এলাকা। ঘটনায় আহত হন অন্তত ৬জন। পরিস্থিতি সামাল দিতে র?্যাফ নামায় পুলিশ। তার আগেও জুন মাসে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। আরও একবার শালিমার স্টেশনে ঝামেলা নিয়ে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে।