• রাজ্য পুলিশ মাস্কের সংস্থায় নালিশ ঠুকেছে তাঁর ‘এক্স’ হ্যান্ডলের বিরুদ্ধে, দাবি সেলিমের, কটাক্ষ তৃণমূলের
    আনন্দবাজার | ১৫ নভেম্বর ২০২৪
  • তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ‘উস্কানিমূলক’ পোস্ট করা হচ্ছে বলে ইলন মাস্কের সংস্থায় পশ্চিমবঙ্গ পুলিশ নালিশ করেছে। এমনই অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার সেলিম দাবি করেছেন, তাঁকে এক্স কর্তৃপক্ষ ইমেল করে বিষয়টি জানিয়েছেন। পাশাপাশিই সেলিম বলেন, ‘‘আমায় ইমেল করে এক্স কর্তৃপক্ষ বলেছেন, তাঁরা কোনও ত্রুটি খুঁজে পাননি। আমাকে আইনি পরামর্শ নিতেও বলেছেন তাঁরা।’’

    এই ঘটনার সূত্রে আবার বিজেপির সঙ্গে তৃণমূলকে জুড়ে দেখাতে চেয়েছেন সেলিম। তাঁর কথায়, ‘‘দিল্লিতে নরেন্দ্র মোদী যা করছেন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যা করছেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও একই কাজ করছে! পুলিশ চাইছে প্রতিবাদকে স্তব্ধ করতে।’’ সেলিমের অভিযোগ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘‘উনি উস্কানি ছড়ালে পুলিশ কি আঙুল চুষবে নাকি?’’

  • Link to this news (আনন্দবাজার)