ওই কনভেনশনে থাকার কথা জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের। সংগঠনের তরফে যে প্রচারপত্র প্রকাশ করা হয়েছে সেখানে নাম রয়েছে জুনিয়র ডাক্তার অনিকেত কর, সিনিয়র ডাক্তার সুবর্ণ গোস্বামী, শুভজিৎ ভট্টাচার্য, কৌশিক চাকী, সিকে জানার। নাগরিক আন্দোলন পর্বে হাওড়ার তারাসুন্দরী স্কুলের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতির বক্তব্য সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। তাঁরও থাকার কথা গণ কনভেনশনে। থাকার কথা মেয়েদের রাত দখলের প্রথম আহ্বান জানানো রিমঝিম সিংহেরও।
আগামী ১৭ নভেম্বর, রবিবার আরজি কর-কাণ্ডের ১০০ দিন। ওই দিনও শহরে বিভিন্ন কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম গার্ডেনররিচ নাগরিক পরিষদ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ডাকে গণমিছিল।