• তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা কসবায়, ধৃত ভিন্‌রাজ্যের তরুণ! পলাতক আরও এক জন
    আনন্দবাজার | ১৫ নভেম্বর ২০২৪
  • আবার কসবায় উত্তেজনা ছড়াল। কসবায় নিজের বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা করা হল তৃণমূল কাউন্সিলরকে। জানা গিয়েছে, পর পর দু’বার দু’টি বন্দুক ব্যবহার করে গুলি চালানোর চেষ্টা হয়। কিন্তু বন্দুক থেকে গুলি বার না হওয়ায় বাইকে চেপে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। তবে এক জনকে ধরে ফেলেন স্থানীয়েরাই। তার পর ওই তরুণকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার খবর জানাজানি হতেই ওই তৃণমূল কাউন্সিলরের সমর্থকেরা পথ অবরোধ করেন।
  • Link to this news (আনন্দবাজার)