• আলিপুরদুয়ারে ৮০ বছরের মহিলাকে খুন, গ্রেপ্তার ঝাড়খণ্ডের যুবক
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার রেল জংশনের সূর্যসেনপল্লিতে এক বৃদ্ধার রহস্যজনক খুনের ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে খবর, কাঠের বাটামের পর পর আঘাতে প্রীতিলতা আচার্য্য(৮০) নামে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। পাশাপাশি, ঘটনায় গুরুতর জখম এক নাবালিকা সহ আরও দু'জন। আপাতত তাঁদেরকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে।


    পুলিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে নৃশংস এই ঘটনাটি ঘটে। গ্রেপ্তার হওয়া যুবক আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। লকডাউনের সময় তাঁর সঙ্গে আক্রান্ত পরিবারের পরিচয় হয়। এমনকী আচার্য্য বাড়িতে তার যাতায়াতও ছিল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ১১টা নাগাদ ওই যুবক ফের একবার আচার্য্য বাড়িতে আসে। এরপরেই রাত দেড়টা নাগাদ নৃশংস ঘটনা ঘটায় সে।


    যদিও এক ৮০ বছরের বৃদ্ধাকে কেন খুন করা হল? খুনের মোটিভ কী তা এখনও স্পষ্ট হয়নি। আলিপুরদুয়ার জেলার পুলিস সুপার ওয়াই রঘুবংশী এপ্রসঙ্গে জানান, ঘটনাটি রহস্যজনক। জখমরা সুস্থ হলে ও ধৃতকে জিজ্ঞাসাবাদের পর খুনের ঘটনার জট খুলবে।
  • Link to this news (বর্তমান)