• খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে 'গুলি চালানোর চেষ্টা'!
    ২৪ ঘন্টা | ১৬ নভেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাস কলকাতায় এবার আক্রান্ত তৃণমূল কাউন্সিলর! প্রথমে বন্দুক দেখানো হয়, তারপর কাউন্সিলরকে লক্ষ্য করে 'গুলি চালানোর চেষ্টা' করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কসবার কাছে।

    কলকাতায় পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। কসবাতেই থাকেন তিনি। আজ শুক্রবার সন্ধেয় বাড়ির কাছেই বসেছিলেন সুশান্ত। কাউন্সিলরের অভিযোগ, 'সংবাদমাধ্যমের দু'জন বন্ধু এসেছিল বিজয়া করতে। তাঁদের সঙ্গে বসেই চা খাচ্ছিলাম। হঠাত্‍ করে একটি ছেলে বাইকে করে নেমে, বাচ্চা ছেলে, সতেরো-আঠেরো বছর বয়স হবে। হঠাত্‍ করে কোমর থেকে ম্যাগাজিন বের করে, আমার বুকের মধ্যে লাগিয়ে ট্রিগার টিপে দেয়। ভাগ্য ভালো থাকায় লক হয়ে যায় গুলি বেরোয় না। এরপর তাড়া করে তাঁদের ধরা হয়। পুলিস নিয়ে গিয়েছে। বড় কেউ পিছনে থাকতে পারে, ছোটখাটো ব্যাপার নয়'।

    ওই যুবককে আটক করেছে কসবা থানার পুলিস। পুলিস সূত্রে খবর, সে নাবালক। বাড়ি, বিহারের বৈশালিতে। কী তার পরিচয়? কেন-ইবা ভরসন্ধেয় কাউন্সিলরের উপর হামলা? নেপথ্যে কারা? তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় তুমুল চাঞ্চল্য।

     

  • Link to this news (২৪ ঘন্টা)