• স্বাস্থ্যপরীক্ষার জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে হাওড়া ব্রিজে, জেনে নিন কবে, কখন
    প্রতিদিন | ১৬ নভেম্বর ২০২৪
  • অর্ণব আইচ: হবে স্বাস্থ্যপরীক্ষা, রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে সপ্তাহান্তে রাত থেকে ভোর, পাঁচ ঘণ্টার জন্য পুরোপুরি যানবাহন বন্ধ থাকবে হাওড়া ব্রিজে। শুক্রবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। যার জন্য বিকল্প রাস্তার কথাও বলা হয়েছে পুলিশের তরফে। মনোজ বর্মার বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত কোনও যানবাহন চলবে না রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ দিয়ে। তার পর থেকে অবশ্য আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না। স্বাভাবিক যান চলাচল করবে।

    শুক্রবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত যে হাওড়া ব্রিজে যান চলাচল বন্ধ থাকবে, তার জন্য বিকল্প রুটে তা চলতে পারবে। সেগুলি হল ?

    রবিবার থেকে ভোর সাড়ে ৪টের পর থেকে অবশ্য হাওড়া ব্রিজ দিয়ে যে কোনও রকম গাড়ি চলতে পারবে। এর আগে ২০২৩ সালেও একবার স্বাস্থ্যপরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য কয়েকঘণ্টাই বন্ধ রাখা হয়েছিল হাওড়া ব্রিজ। 
  • Link to this news (প্রতিদিন)