কোচবিহারের মদনমোহন মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ট্রাস্টি বোর্ড। সেই বোর্ডের সভাপতি জেলাশাসক। কোচবিহারের রাজারা ছিলেন ধর্মনিরপেক্ষ। বছরের পর বছর এই রাস উৎসবের রাসচক্র তৈরি করে আসছেন আলতাফ মিয়া নামে এক মুসলিমের পরিবার। এখন আলতাফের ছেলে আমিনুর হোসেন রাসচক্র তৈরি করেন। আর এই রাসচক্র ঘুরিয়ে শুরু হয় রাস উৎসব। এর পর সাধারণ ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়।
এই রাস উৎসবকে কেন্দ্র করে কোচবিহার মদনমোহন মন্দিরের পাশে রাসমেলা ময়দানে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে রাসমেলার আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় এই মেলার উদ্বোধন হবে। তার পর ১৫ দিন ধরে চলবে এই মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় যোগ দিতে আসেন ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকেও আসেন কেউ কেউ। মেলায় বিপণির পাশাপাশি থাকে বিনোদনের ব্যবস্থাও।