‘প্রতারিত’ বধূর বাড়ি নদিয়ার গাংনাপুরের গোপীনগর এলাকায়। অভিযোগ, বর্ধমান জেলার কালনা কলেজে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক দফায় কয়েক লক্ষ টাকা নিয়েছেন কালনা থানার সিভিক ভলান্টিয়ার কাইসার শেখ। বুলবুলির দাবি অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে ২০২২ সাল পর্যন্ত, দু’বছরের মধ্যে কখনও ইউপিআই পেমেন্ট, আবার কখনও নগদে তিনি টাকা দিয়েছেন কাইসারকে। চাকরি পাইয়ে দেবেন, এই প্রতিশ্রুতি দিয়ে এতগুলো টাকা নিয়ে তাঁকে প্রতারণা করেছেন ওই সিভিক ভলান্টিয়ার। তাই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
বুলবুলি আরও জানিয়েছেন, কালনা থানার দুর্গাপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে তাঁর সঙ্গে কাইসারের পরিচয় হয়। পেশায় সিভিক ভলান্টিয়ার কাইসার তাঁকে জানান, তাঁর অনেক চেনাশোনা। সেই সুবাদে কালনা কলেজে বুলবুলির একটি চাকরির ব্যবস্থা করে দেবেন। বধূর দাবি, তিনি ভরসা করে ঠকেছেন। তিনি জানান, আস্থা অর্জনের জন্য তাঁর পরিবারের সঙ্গেও ভাল সম্পর্ক তৈরি করেন ওই সিভিক ভলান্টিয়ার। কিছু দিন আগে তিনি খোঁজ নিয়ে পরে তিনি জানতে পারেন, তাঁর বাড়িতে যাতায়াতের সূত্রে গাংনাপুরের আরও বেশ কয়েক জনকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন অভিযুক্ত। কাউকে কাউকে টাকার পরিবর্তে ভুয়ো নিয়োগপত্র দিয়েছেন। ধরা পড়ার পরেও নানা ভাবে তাঁদের হুমকি দিয়েছেন কাইজার। তার পরেই পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। অন্য দিকে, অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।