• সিবিআই অভিযানে সিপিএম, বিক্ষোভ শ্রমিক-কৃষকদেরও
    আনন্দবাজার | ১৬ নভেম্বর ২০২৪
  • আর জি কর-কাণ্ডে সিবিআই তদন্তের ভার নেওয়ার পরে ১০০ দিন অতিক্রান্ত হতে চলেছে। এখনও পর্যন্ত ‘বৃহত্তর ষড়যন্ত্র’ উদঘাটনের ইঙ্গিত না-মেলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে চাপ বাড়াতে চাইছে সিপিএম। ‘বিচারহীন ১০০ দিন’ পেরোনোর পরে আগামী ২১ নভেম্বর সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর অভিযানের পরিকল্পনা নিল তারা। সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে বৃহস্পতিবার আসন্ন সিবিআই অভিযানের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। তারই পাশাপাশি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষিঋণ মকুব, বিদ্যুতের বিলে লাগাম, রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণের চেষ্টা বন্ধ-সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে আগামী ২৬ নভেম্বর দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি ও সংযুক্ত কিসান মোর্চা। এই রাজ্যেও ওই দিন বিক্ষোভ-প্রতিবাদ হবে বলে এ দিন শ্রমিক ভবনে ঘোষণা করেছেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু, কিসান মোর্চার অমল হালদার, কার্তিক পালেরা।
  • Link to this news (আনন্দবাজার)