• মরশুমে প্রথম ২০-এর নীচে তাপমাত্রা, জাঁকিয়ে শীত কবে পড়ছে?
    আজ তক | ১৬ নভেম্বর ২০২৪
  • নভেম্বরেই মাঝেই ২০ ডিগ্রির নীচে নামল কলকাতার তাপমাত্রার পারদ। রাজ্যজুড়ে শীতের আমেজ। কয়েকটি জেলায় তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির নীচে। পুরুলিয়ার তাপমাত্র নেমেছে ১২.৮ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের ২ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

    দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রা আরও কমবে। ধীরে ধীরে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তার মানে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬-১৭ ডিগ্রিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এর পরে তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় আগামী তিনদিন সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

    উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের ২ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। মালদ ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার দাপট থাকতে পারে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে।  দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমের এক বা দুই জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে। তবে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

    দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান করছে। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে। প্রভাব পড়বে উত্তর তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে।
  • Link to this news (আজ তক)