নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আবাস যোজনার সুপার সার্ভের সময় আরও চারদিন বাড়ানো হয়েছে। ১৮ নভেম্বর পর্যন্ত সুপার সার্ভে চলবে। মূলত, উপভোক্তার মৃত্যু হওয়ায় বাড়ি কে পাবে, তা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় বেশ কিছু বাড়ির সার্ভে আটকে ছিল। এছাড়া, অনেক বাড়ির পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্যে থাকায় সরকারি কর্মীরা ঘুরে এসেছেন। সেসব বাড়ির সার্ভেও আটকে ছিল। জেলাজুড়ে এরকম ৮৮১৫ উপভোক্তার সুপার সার্ভে চলছে। তারপরই বাড়িপ্রাপকদের চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। জেলাশাসক বিধান রায় বলেন, এখন শেষবেলার সার্ভে চলছে। সুপার সার্ভে শেষ করতে আর মাত্র তিনদিন লাগবে। তারপরই চূড়ান্ত তালিকা নবান্নে পাঠিয়ে দেওয়া হবে। বীরভূম জেলায় প্রায় ১ লক্ষ ৪০ হাজার বাসিন্দার নাম আবাসের তালিকায় ছিল। সার্ভেতে প্রায় ২৫শতাংশ নাম বাদ গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই উপভোক্তা বাড়ি করে নেওয়ায় তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন কারণে কিছু উপভোক্তার সার্ভে আটকে ছিল। পরে জেলাস্তরের আধিকারিকরা গিয়ে সেগুলির সুপার সার্ভে শুরু করেছেন। সবচেয়ে বেশি সার্ভে আটকে ছিল উপভোক্তার মৃত্যুর কারণে। অর্থাৎ যাঁর বাড়ি পাওয়ার কথা, তিনি মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে বাড়ি তাঁর ছেলে পাবে কি না, দুই ছেলে থাকলে বাড়ি কার নামে হবে, এনিয়ে সমস্যা দেখা দিয়েছিল। মৃত্যু শংসাপত্র জোগাড় করা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় কিছু সার্ভে আটকে ছিল। সুপার সার্ভেতে সেগুলিই খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের আশা, ১৮ নভেম্বরের আগেই সমস্ত সার্ভে হয়ে যাবে। অতিরিক্ত জেলাশাসকরা ছুটির দিনেও সার্ভে করছেন। সুপার সার্ভে শেষে জেলায় ২৫-২৭ শতাংশ নাম তালিকা থেকে বাদ যাবে বলেই ইঙ্গিত মিলছে। চূড়ান্ত তালিকার ভিত্তিতে ডিসেম্বরে আবাসের প্রথম কিস্তির টাকা পাবেন বীরভূমের বাসিন্দারা।