• হাঁসখালিতে সাট্টার ঠেক ভাঙল পুলিস, ধৃত ৫
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: জুয়া-সাট্টার ঠেকের বিরুদ্ধে অভিযানে নেমেছে রানাঘাট পুলিস জেলা। এবার হাঁসখালি থানা এলাকায় অভিযান চালিয়ে বেআইনি সাট্টার ঠেক ভাঙল পুলিস। হাঁসখালির বেনালি জগদ্ধাত্রী মোড় এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল ওই ঠেকটি। সেটি ভাঙার পাশাপাশি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে  নগদ ৪ হাজার ২৪০ টাকা, বেশকিছু সাট্টার স্লিপ এবং অন্যান্য মালপত্র। ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করেছে পুলিস। পুলিস জানিয়েছে, রানাঘাট পুলিস জেলার সর্বত্রই সাট্টা এবং জুয়ার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। একাধিক জায়গা থেকে পাকাপাকিভাবে জুয়া তুলে দেওয়া সম্ভব হয়েছে। চোরাগোপ্তা যদি আরও কোথাও চলে, তার বিরুদ্ধেও পুলিস কড়া পদক্ষেপ নেবে।
  • Link to this news (বর্তমান)