• কোতুলপুরে স্কুলের সামনে মদ বিক্রির ঘটনায় ধৃত অভিযুক্ত
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: কোতুলপুরের হরিপুরে স্কুলের সামনে মদ বিক্রির অভিযোগে পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম স্বপন মণ্ডল। বাড়ি হরিপুর গ্রামেই। শুক্রবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তকে গ্রেপ্তার করায় আন্দোলনকারীরা খুশি।


    প্রসঙ্গত, হরিপুরে শিশু শিক্ষা কেন্দ্রের সামনে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রি করা হচ্ছিল। গ্রামবাসীরা বহুবার বারণ করা সত্ত্বেও তাতে কর্ণপাত করেনি। উল্টে অভিযোগকারীদের হুমকি দেওয়া হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার পুরুষ ও মহিলারা একজোট হয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিস গ্রামে যায়। স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগপত্র জমা দেন। ওইদিনই রাতে অভিযুক্ত স্বপনকে পুলিস গ্রেপ্তার করে। 


    আন্দোলনকারী মহিলা দোলন মণ্ডল বলেন, আমরা বহুবার বারণ করা সত্ত্বেও মদ বিক্রি বন্ধ করা হয়নি। উল্টে অভিযুক্ত আমাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল। বহাল তবিয়তে স্কুলের সামনে মদের আসর বসাচ্ছিল। তাতে বড়রা ছাড়াও অল্পবয়সি ছেলেরাও মদে আসক্ত হয়ে পড়ছিল। এনিয়ে নিত্যদিন বাড়িতে অশান্তি হচ্ছিল। বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম। পুলিস অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।


        
  • Link to this news (বর্তমান)