সংবাদদাতা, জঙ্গিপুর: শুক্রবার বিকেলে সামশেরগঞ্জে একগুচ্ছ সরকারি প্রকল্পের কাজের শিলান্যাস হল। শিলান্যাস করেন বিধায়ক আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্যরা। এদিন শুলিতলায় হাবুর মোড়ে আনুষ্ঠানিকভাবে এই শিলান্যাস অনুষ্ঠান হয়। শুলিতলায় দু'টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় মোট ন'টি হাইমাস্ট লাইট বসানোর কাজ শুরু হয়। এছাড়াও শুলিতলা এলাকার কবরস্থানে পাঁচিল দেওয়া হবে। এর জন্য খরচ ধরা হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই কাজ শুরু হয়।