• পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগে বিরসা মুণ্ডার জন্মদিন পালিত
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি: যথোচিত মর্যাদায় পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগে পালিত হল বিরসা মুণ্ডার জন্মদিন। পুরুলিয়ার বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী উদযাপনের জেলার মূল অনুষ্ঠান হয় পুঞ্চার কিষান মান্ডিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলাশাসক রজত নন্দা, জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনের পদস্থ আধিকারিরা। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ধাদকিতে বিরসা মুণ্ডার পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন হয়। এছাড়াও জেলার আরও একাধিক জায়গায় দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়। 


    শুক্রবার বাঁকুড়া জেলাতেও যথোচিত মর্যাদার সঙ্গে বিরসা মুণ্ডার জন্মদিন পালন করা হয়। দিনটি উপলক্ষ্যে জেলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে বাঁকুড়া খ্রিস্টান কলেজের মাঠে প্রাতঃভ্রমণকারীদের তরফে দিনটি পালন করা হয়। সেখানে বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এছাড়াও নেহরু যুব কেন্দ্র সহ অন্যান্য সংগঠনের তরফেও দিনটি পালন করা হয়। আরামবাগেও দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।
  • Link to this news (বর্তমান)