• হ্যাক নয়, অ্যাকাউন্ট নম্বর ভুল থাকায় বিষ্ণুপুরের দুই ছাত্রের টাকা পেতে সমস্যা
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরে কৃত্তিবাস মুখোপাধ্যায় হাইস্কুলে অ্যাকাউন্ট নম্বরে ভুল থাকায় দুই ছাত্রের টাকা পেতে সমস্যা হয়েছিল। ট্যাব কাণ্ড প্রকাশ্যে আসতেই দুই ছাত্রের টাকা না পাওয়া নিয়ে হইচই শুরু হয়। স্কুল কর্তৃপক্ষ দুই ছাত্রের অভিযোগ নিয়ে তড়িঘড়ি তদন্তে নামে। তাতে জানা যায়, একজনের ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স কপি অস্পষ্ট থাকায় পোর্টালে তা ভুল উঠেছিল। অপরজনের ক্ষেত্রেও অ্যাকাউন্টের একটি সংখ্যা ভুল হয়েছিল। বুধবার তাদের সঠিক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে।  বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মনোদীপ্ত চৌধুরী বলেন, আমাদের বিদ্যালয়ে দু’জন ছাত্র ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ জানিয়েছিল। তা জানার পরেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলা হয়। তাতে দেখা যায়, পোর্টালে অ্যাকাউন্ট নম্বর ভুল তোলা হয়েছিল। তা জানার পরেই অ্যাকাউন্ট নম্বর ঠিক করে দেওয়া হয়। দু’জনেই টাকা পেয়ে গিয়েছে।  অভিযোগকারী এক ছাত্র শিবম ভুঁই বলে, স্কুলে পাসবইয়ের জেরক্স দিয়েছিলাম। অস্পষ্ট থাকায় শিক্ষকরা তা বুঝতে পারেননি। তাঁরা আমাকে ফোন করেছিলেন। অ্যাকাউন্ট নম্বর ঠিকঠাক দেওয়ার পর বুধবার আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে।
  • Link to this news (বর্তমান)