• ডোমকলে কুখ্যাত ছিনতাই গ্যাংয়ের তিন দুষ্কৃতী গ্রেপ্তার
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: কুখ্যাত ছিনতাইকারী ‘বিজপুর-হালিশহর গ্যাং’য়ের খোঁজ পেল পুলিস। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিস এই গ্যাংয়ের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল হালিশহরের দুই বাসিন্দা সাহুল সিং ও মানিক সিং এবং বীজপুরের কবিরাজপাড়ার কামালউদ্দিন শেখ। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, কাটারি সহ নানা অস্ত্র ও একটি বাইক উদ্ধার হয়েছে। ধৃতদের নামে দক্ষিণবঙ্গের বিভিন্ন থানায় একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তাদের শুক্রবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।জেলা পুলিসের এক আধিকারিক বলেন, ধৃতরা এর আগেও খড়্গপুর, চিনসুরা, খরদা, টিটাগর, কৃষ্ণনগরে গ্রেপ্তার হয়েছিল। তাদের নামে বিভিন্ন থানায় মামলা চলছে। এবার তাদের টার্গেট ছিল মুর্শিদাবাদ। তবে তার আগেই ডোমকলের পুলিস তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদারের নেতৃত্বে পুলিসকর্মীরা বিভিন্ন ব্যাঙ্কের সামনে টহল দিতে শুরু করেন। নজরদারি চলাকালীন একটি ব্যাঙ্কের সামনে তিনজনকে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপরই তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিস। জেরায় বীজপুর-হালিশহর গ্যাংয়ের কথা তদন্তকারীরা জানতে পারেন।পুলিস জানিয়েছে, হালিশহর ও বীজপুরের সীমান্তে রয়েছে কবিরাজপাড়া। সেখানেই এই গ্যাংয়ের উত্থান। মূলত ব্যাঙ্কের গ্রাহকদের থেকে টাকা ছিনতাই করে এরা। বিশেষত বয়স্ক মহিলা কিংবা প্রতিবন্ধীদের টার্গেট করে। ব্যাঙ্কের ভিতরে ঢুকে বৃদ্ধ-বৃদ্ধাদের ফর্ম ফিলআপে সাহায্য করে। এভাবে দেখে নেয়, কে কত টাকা তুলছে। সেটা দেখে বাইরে অপেক্ষা করতে থাকা গ্যাংয়ের সদস্যদের জানিয়ে দেয়। 
  • Link to this news (বর্তমান)