• মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি কাণ্ডে ধৃত ৭
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গত ছ’মাস ধরে লাগাতার মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনা ঘটছিল মুর্শিদাবাদে। অবশেষে শুক্রবার সকালে শক্তিপুর থানার পুলিস এই গ্যাংয়ের সাতজনকে গ্রেপ্তার করল। উদ্ধার হয়েছে ১২টি ব্যাটারি ও নগদ ৫০ হাজার টাকা। ধৃতদের শুক্রবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক ১০দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ, হরিহরপাড়া ও বহরমপুর থানা এলাকায়। কতদিন ধরে তারা এই কারবার চালাচ্ছে, সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। 


    উল্লেখ্য, গত ছ’মাসে জেলার বিভিন্ন থানায় প্রায় ৩০ লক্ষ টাকার ব্যাটারি চুরির অভিযোগ হয়। নভেম্বরের প্রথম সপ্তাহেও শক্তিপুরের বাজারসৌ এলাকার একটি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি যায়। শক্তিপুর থানার পুলিস তদন্তে নামে। মুর্শিদাবাদ জেলা পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) ও থানার তদন্তকারী অফিসাররা যৌথভাবে অভিযান চালিয়ে এদিন ব্যাটারি চুরি গ্যাংয়ের সাতজনকে গ্রেপ্তার করেছে। 


    বেলডাঙার এসডিপিও মাহতাসিম আখতার বলেন, মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করি। সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছ’জন মোবাইলের ব্যাটারি চুরি করে সেগুলি বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। ওই গ্যাংয়ের মধ্যে একজন রিসিভারকে আমরা পেয়েছি। তার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। সে ব্যাটারি কিনতে এসেছিল। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করি। এই গ্যাংয়ের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। শক্তিপুর ছাড়াও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছিল। গত ৩০ অক্টোবর বড়ঞা থানা এলাকার একটি টাওয়ার থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়। 
  • Link to this news (বর্তমান)